February 8, 2025

Digital Indian Golden India

New Entertainment of India

ছোট্ট আস্মিকার সুস্থতার দাম ১৬ কোটি টাকা।

1 min read
Spread the love

শিশু সবারই প্রিয়, আর তা যদি হয় নিজের, তাহলে সেই শিশুর কষ্ট অসহ্য। আস্মিকা দাস। বয়স ১১মাস। রানাঘাটের ফুলের মতন মধ্যবিত্ত ঘরের শিশু অস্মীকা দাস, ভুগছে একটি বিরলতম রোগ এসএমএ-টাইপ১ ( স্পাইনাল মাস্কুলার আট্রোফি) রোগে, যার জন্যে চলা হাঁটা তো দূর বসতেও পারছে না, সাথে আরো অনেক রকম সমস্যা হচ্ছে, যেমন শ্বাস-প্রশ্বাস নিতে, ইত্যাদি। ডাক্তার বলেছেন চিকিত্সার জন্যে একটি ইঞ্জেকশনের ১৬ কোটি টাকা লাগবে। দুশ্চিন্তায় কাতর তার বাবা মা শেষে সাহায্যের হাত বাড়াতে বাধ্য হয়েছেন। তার মা বাবা চিকিৎসার জন্যে ডোনেশন থেকে ফান্ড তোলার চেষ্টায়। কিউআর কোড স্ক্যান করে অর্থ পাঠানো যাচ্ছে তার চিকিৎসার জন্যে। ইতিমধ্যে, কিছু টাকা ডোনেশনে জোগার হলেও আরও বাকি কোটি-কোটি টাকা, হাতে সময় মাত্র কয়েক মাস, আশায় নিরুপায় শোকে কাতর তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *