স্ত্রীর স্মৃতি তে রক্ত দান শিবির
1 min read
শুভঙ্কর মুখার্জি: ভালোবাসার মানুষের স্মৃতিতে তাজমহল তৈরীর ঘটনা আজ পুরনোইতিহাস। কিন্তু ভালোবাসার মানুষের মৃত্যুর পরে চার বছরের শিশুকে বুকে আঁকড়ে ধরে বড় করা,এর সাথে নিজের স্ত্রীকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য রক্তদান শিবিরের আয়োজন, ভালোবাসার মানুষের স্মৃতিতে রক্তদান শিবির ।হুগলির হরিপাল ব্লকের বলরামপুরের নিজ বাড়িতে মুমূর্ষ ব্যক্তির প্রাণ রক্ষার্থে প্রয়াতা পত্নী চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং মরণোত্তর চক্ষুদান আয়োজন করে অন্বয় দে ও তার একমাত্র কন্যা স্পন্দিতা দে অর্থাৎ রাই। উপস্থিত ছিলেন বিনা অক্সিজেনে এভারেস্ট জয় করা পর্বত কন্যা পিয়ালী বসাক, সাইকেল চেপে সারা ভারত জুড়ে রক্তদানের প্রসার ও প্রচার বাড়ানোর লক্ষ্যে নিয়োজিত জয়দেব রাউত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।এসএসকেএম ব্লাড ব্যাঙ্ক সেন্টারের সহযোগিতায় এই শিবির থেকে মোট ৫৪ ইউনিট রক্ত সংগৃহীত হয় ,এদের মধ্যে মহিলা রক্তদাতা ছিল ১২ জন এবং মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন ৯ জন।গরমকালে যেহেতু রক্তের সংকট হয় পিতা এবং শিক্ষক অনির্বাণ ভট্টাচার্যকে বলেন রক্তদান শিবির আয়োজন করা হোক প্রত্যেক বছর মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং তার সাথে বিভিন্ন এলাকায় রক্তদান শিবির ও বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে মানুষের পাশে থাকতে চায় নবম বর্ষিয়া কন্যা রাই। অন্বয় দে, জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দেন বিভিন্ন সামাজিক শুভ অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে।

