বন্যা দুর্গতদের পাশে পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী
1 min readডিভিসি জল ছাড়ায় প্লাবিত আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে জাঙ্গিপাড়া সহ তারকেশ্বর ব্লকের একাধিক এলাকা।একাতলা সমান জলে জনজীবন ব্যাহত,জাঙ্গিপাড়ায় দামোদর নদীর পার্শ্ববর্তী এলাকা জলের তলায় রাজ বল হাট ১, ২ সহ রশিদপুরের একাধিক গ্রাম জলের তলায়।ফাটল দেখা গিয়েছে রশিদপুর পঞ্চায়েতের মুল বাধে।হুগলী তে বন্যা কবলিত এলাকার পরিদর্শন করতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী।বন্যা কবলিতদের পাশে দাঁড়ান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। দুর্গতদের সাহায্যার্থে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।বিশেষ করে এখনা ও সেনপুরে দামোদরের রিং তিন জায়গায় ভেঙে যাওয়ায় হু হু করে জল ঢুকছে।পরিবহন মন্ত্রীর জানান ”এই ব্লকের কয়েকশো বাড়ি জলের তলায় আছে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। পরিস্থিতি এতটাই কঠিন যে বিভিন্ন পরিবার কে উদ্ধার করে ত্রাণ শিবিরে আনা হচ্ছে। বিস্তীর্ণ এলাকা বোর্টে করে পরিদর্শন করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বন্যা দুর্গত দের সাথে ব্যক্তিগত ভাবে আলোচনা ও করেন তিনি।পরিবহন মন্ত্রী অভিযোগ করেন “প্রতিবছর আমরা দেখি ডিভিসি বেশি পরিমানে জল ছেড়ে দেয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ধাপে ধাপে জল ছাড়ার কথা বলে আসছেন ।রাজ্য সরকারের সাথে কথা বলে জল ছাড়লে এই পরিস্থিতি হতো না।”