October 11, 2024

Digital Indian Golden India

New Entertainment of India

আমিও হাটছি, কবিতায় প্রতিবাদ! কলম ধরলেন সুবীর

1 min read
Spread the love

যুগে যুগে কবিতা নাটক ই প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। মশাল মিছিল কিংবা মৌন মিছিলের পাশে নাটক কবিতা জনজাগরণে অন্যতম ভূমিকা নিয়ে এসেছে। আজকের সোশ্যাল মিডিয়ার যুগেও কলমের প্রসঙ্গিকতা একেবারেই হারিয়ে যায়নি তা যে বার বার প্রমাণিত হয়েছে তার নথি দিয়ে সময় নষ্ট করবো না। কিন্তু আর-জিকর কান্ড যেমন পথে নামিয়েছে সাধারণ মানুষ কে তেমনই এই নৃশংস ঘটনা কে নিয়ে কলম ধরতে ছাড়েন নি একাধিক সাহিত্যিক। তেমনই লেখক সুবীর মুখার্জী তার এক অসাধারণ কবিতা সোশ্যাল মিডিয়া তে শেয়ার করছেন। সেই কবিতার ভাষা হলো 👇

এক একটা মিছিল এগোচ্ছে রাস্তা ধরে প্রতিবাদের মশাল আর মোমবাতি জ্বালিয়ে মিছিলের স্রোতে মিশে আছে ‌খুনি আর হায়নার দল, হাঁটছি আমিও।

পথের ধারে বসে এক বৃদ্ধা নারী সারা শরীর জুড়ে আঘাতের ক্ষতচিহ্ন মিছিলে হাঁটা কিছু মানুষকে চিনে ফেলে তাচ্ছিল্যের হাসি হাসলো “এরকম তো কতই হয়…” তবু কোথায় যেন দেখেছি…… মনে পড়ল বানতলায়।

মিছিলে এগিয়ে চলেছে প্রতিবাদের পথ ধরে, কিছু দূর এগিয়ে… রাস্তার ধারে আধ পোড়া জঞ্জাল সরিয়ে ঠিকরে আসছে জ্বলন্ত দুটো চোখ কালো রোগা এক মেয়ে কোথায় যেন দেখেছি….. মনে পড়ল সিঙ্গুরে।

মিছিল এগিয়ে চলেছে রাস্তা ধরে প্রতিবাদে জাতীয় পতাকা নিয়ে মিছিল লক্ষ্য করে পাগল এক গলায় স্টেথিস্কোপ ঝুলিয়ে কি যেন বকছে বিড়বিড় করে কোথায় যেন দেখেছি… মনে পড়ল শ্রীরামপুরে।

মিছিলের দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে ভিক্ষার থালা হাতে এক ভিখারি মা আকাশের দিকে তাকিয়ে যেন কিছু ভিক্ষা চাইছে ভিক্ষার থালায় রক্তাক্ত ভাত কোথায় যেন দেখেছি… মনে পড়ল সাঁই বাড়িতে।

মিছিল কে অতিক্রম করে বেশ কয়েকজন সাধু চলেছে মাধুকরিতে শান্তি আর ক্ষমার মন্ত্র জপ করতে করতে ঝুলিতে প্রেম আর ভালোবাসার পসরা একই সাথে বলে চলেছে, ওম শান্তি মিছিলের দিকে ভ্রুক্ষেপ নেই… কোথায় যেন দেখেছি… মনে পড়লো বিজন সেতুতে।

প্রতিবাদী মিছিল চলছে চারিদিক ভীষণ রকম চুপচাপ শুধু মাঝে মাঝে মায়েদের শঙ্খ ধ্বনি মন্দিরের ঘন্টা আর আজানের সুর পথের ধারে এক বোবা মেয়ের চুলের মুঠি আকার ইঙ্গিতে কিছু বলতে চাওয়া কোথায় যেন দেখেছি… মনে পড়ল লাল বাজারে।

তপ্ত কালো রাস্তা দিয়ে মিছিল চলল যেন মনে হল পেরিয়ে চলেছি বিজন সেতু- বানতলা- ধানতলা- সিঙ্গুর নেতাই হয়ে আরজিকর… মিছিল পৌঁছাবে হয়তো কোন্নগর, রাস্তাকেও অনেক ধকল নিতে হয় পথের বাঁকে দাঁড়িয়ে থাকে প্রতিবাদীরা।

রাজা বদলায়… রাজ্য বদলায় নতুন সেতু, রাস্তা, হাসপাতাল, আলো যারা একদিন উলঙ্গ রাজার সাথে হেঁটেছিল তারাই প্রশ্ন ছুঁড়ে দেয়…. রাজা তোমার কাপড় কোথায় রাজার সঙ্গে যারা,বলে সবকিছু আছে ঠিকঠাক।

পথ আগলে দাঁড়িয়ে বৃহন্নলার দল অর্থ কিংবা ভিক্ষা পেয়ে বলে যাত্রা শুভ হোক আগেরজনকেও একই কথা বলেছিল পরের জনকেও একই কথা বলল… আগামীকেও একই কথা বলবে… আর অর্থ কিংবা ভিক্ষা না পেলে বৃহন্নলার দলেরা বলে ওঠে পথ আটকে রইলাম, অশুভ হোক চরম সর্বনাশ শিয়রে, পতন সুনিশ্চিত মিছিল হারায় তার গতিপথ ক্রমশ পাল্লায় ভারী হচ্ছে বৃহন্নলার দলেরা।

আমিও মিছিলে হাঁটছি…আমার কবিতা #সুবীর ১৩ই সেপ্টেম্বর,২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *