March 28, 2025

বস্ত্র বিতরণ অনুষ্ঠান

1 min read
Spread the love

সেখ আব্দুল আজিম ( ফুরফুরা) হুগলি গ্ৰামীণ পুলিশের নির্দেশনায় জাঙ্গিপাড়া থানার উদ্যোগে মেরিটোরিয়াম ফর সোস্যাল ওয়েলফেয়ার -এর সহযোগিতায় ফুরফুরা ইয়ং মেনস এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ্যাসোসিয়েশন প্রাঙ্গণ ফুরফুরা শরীফ তালতলা হাটে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান মহা সমারোহে অনুষ্ঠিত হয়। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ডি পি ও চন্ডীতলা তমাল সরকার,জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ দাস, জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল কুমার রাজ, মেরিটোরিয়াল ফর সোস্যাল ওয়েলফেয়ারের সম্পাদক মন্দিরা সীট,জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতি সহ সভাপতি শম্পা সাহা, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেখ আব্দুল রহিম দুল,সদন ঘোষ,কোতলপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সামসের মল্লিক, রাধানগর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ পন্ডিত, আঁটপুর গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান প্রণব দাস, জাঙ্গিপাড়া গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান অরিন্দম মুখার্জি, ফুরফুরা গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান মৃগাঙ্ক মোহন মাল,রাজবলহাট -২ গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান তুষার কান্তি রক্ষিত, মুন্ডলিকা গ্ৰাম পঞ্চায়েতের সদস্য সেখ নজরুল ইসলাম, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, দক্ষিণডিহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবী সেখ ইনতাজ,ফুরফুরা ইয়ং মেনস এ্যাসোসিয়েশনের সভাপতি তথা হুগলি জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ সামিম আহমেদ, এ্যাসোসিয়েশনের সম্পাদক খন্দকার আব্দুল মান্নান,সহ সভাপতি সৈয়দ ইমামুদ্দিন, ক্রীড়া সম্পাদক ও মুখপাত্র কাজী হেদায়েতুল্লাহ সহ ফুরফুরা ইয়ং মেনস এ্যাসোসিয়েশনের এক ঝাঁক সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *