চেয়ারম্যানের পরিবর্তন চাইছেন তৃণমূল কর্মীদের একটা বড়ো অংশ
1 min readউত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদবের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন উত্তরপাড়া পৌরো-সভার ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল। অভিযোগ পৌরসভা কোনো চেকে এখন অফিসিয়াল অধিকারীক রা ছাড়া চেয়ারম্যান সাক্ষর করেন না সেইখানে ব্যতিক্রম উত্তরপাড়া পৌরসভা অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলার তাপস মুখার্জী ও পৌরসভার ভাইস চেয়ারম্যান । অভিযোগ পৌরসভার বিভিন্ন স্ক্র্যাব ভাঙড়ি মাল বিক্রি হয়ে যাচ্ছে যা পৌরসভার একাউন্টে ঢুকছেনা অভিযোগ করছেন ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল প্রশ্ন উঠছে শাসক দলের ভাইস চেয়ারম্যানের এতবড়ো দুর্নীতির অভিযোগের পরেও কি চেয়ারম্যান থাকবে দিলীপ যাদব। দীর্ঘ দিন ধরে এই চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ করছিলেন বিরোধী রা এবার সেই অভিযোগ তুললেন পৌরসভার ভাইস চেয়ারম্যান ও তৃণমূল কাউন্সিলার তৃণমূল কাউন্সিলার তাপস মুখার্জী বলেন ১০০% স্বজন পোষণ হচ্ছে। ভাইস চেয়ারম্যান ও অভিযোগ করেন যে পৌরসভায় চেয়ারম্যান ঘনিষ্ট স্টাফদের ই মাইনে বেড়েছে। এতো দুর্নীতি ও অনিয়ম দলের দীর্ঘ দিনের কর্মী সমর্থক রাও আর চেয়ারম্যান হিসাবে চাইছেন না দিলীপ যাদব কে তারা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বলেছেন পরিবর্তন হোক উত্তরপাড়ার চেয়ারম্যান। সিপিআই নেতা আভাস গোস্বামী বলছেন ভাইস চেয়ারম্যান যখন অভিযোগ করছেন তখন সেই অভিযোগ গুরুতর। তিনি জানান যে কথাগুলো ভাইস চেয়ারম্যান বলেছেন তা দুর্নীতি প্রসঙ্গে। তিনি দাবি করেন সিন্ডিকেটরা আজ তোলাবাজি পশ্চিমবঙ্গের একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বিজেপি ইসলামপুর সাংগঠনিক নেতা ইন্দ্রনীল জানান সারা উত্তরপাড়া জুড়ে বিভিন্ন জায়গায় অভিযোগ পাওয়া যাচ্ছে, প্রমোটিং থেকে শুরু করে বিভিন্ন দিকে দুর্নীতির অভিযোগে আসছে এই চেয়ারম্যানের বিরুদ্ধে। সাধারণ কর্মীরাও তার উপর ক্ষিপ্ত হয়ে আছে বিভিন্ন ক্ষেত্রে তারাও অভিযোগ করছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ বিভিন্নভাবে তুলে ধরেছি তাও সরকারের কোন হেল দল নেই। অবিলম্বে মুখ্যমন্ত্রীর এই চেয়ারম্যান কে অপসারণ অবশ্যই দরকার নাহলে যেই জন রোশ তৈরি হচ্ছে আগামী দিনে তা বৃহত্তর আকার নেবে। ভিডিও নিউজ নিচের লিঙ্কে