উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়ে বক্স বাজিয়ে মেলা
1 min read
হুগলীর উত্তরপাড়ায় অভিযোগ উচ্চমাধ্যমিক পরীক্ষাকে উপেক্ষা করে ৯ দিন ধরে মাইক চালিয়ে চলছে মেলা। স্থানীয়দের অভিযোগ কোনোরকম প্রশাসনিক অনুমতি ছাড়াই উত্তরপাড়ার ৪ নাম্বার ওয়ার্ডে ৪০ এর অধিক মাইক লাগিয়ে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় দের অভিযোগ প্রশাসনের নাগের ডগায় কিভাবে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার সময় দিনের পর দিন মাইক বাজিয়ে চলছে এই মেলা। স্থানীয়রা এই বিষয়ে ১৫ ই মার্চ উত্তরপাড়া থানায় অভিযোগ জানায়। এই বিষয়ে স্থানীয় নিতাই দাসগুপ্ত, লোকনাথ সিং, নন্দ ঘোষাল,গোপাল দাসগুপ্ত, আবির চ্যাটার্জী, শঙ্কর পাশারি, রা এই মেলা কক্ষে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে মেলা ও মাইক বন্ধের দাবী করে যদিও মেলা উদ্যোক্তা পল্টু ঘোষ ও দেবিকা ঘোষ জানায় কাল শুরুতে একটু মাইক বাজানো হয়েছিল ও আজকে একটা অনুষ্ঠান আছে তখন একটু বাজবে। তারা জানায় আমাদের কাছে কেও কোনো অভিযোগ জানায় নি। স্থানীয় বাসিন্দা নিতাই দাসগুপ্ত জানান ৪ নাম্বার ওয়ার্ডের সভাপতি পল্টু ঘোষ গত ১৪ ই মার্চ উত্তরপাড়া র এক নেতার উপস্থিতে ৪০ টা মাইকের চোঙ লাগিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কে উপেক্ষা করে বক্স ও মাইক বাজিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে যে মেলার কোন প্রশাসনিক অনুমতি নেই বলেই আমাদের জানা। এলাকার মানুষ ঘটনার তীব্র নিন্দা করছে। দিনের পর দিন এই ওয়ার্ডে দু তিনজনের মাতব্বরী স্থানীয়দের রুদ্ধশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পোল্টু ঘোষ ।যদিও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় কিভাবে এলাকায় এতগুলো মাইক লাগিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও