মন্দিরে চুরি, কিভাবে ধরা পরলো চোর!
1 min read
উত্তরপাড়া অঞ্চলে একাধিক চুরির ঘটনায় যখন অতঙ্কে ছিল এলাকাবাসী তখন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ।অনেক দিন পরে উত্তরপাড়া থানার সাফল্য। উত্তরপাড়া সহ কোন্নগর অঞ্চলে একাধিক মন্দিরে চুরির ঘটনা সম্প্রীতি প্রকাশ্যে আসে। এর মধ্যে সিদ্ধেশ্বরী কালী মন্দির ও শনি মন্দিরে প্রণামী বাক্স ভেঙে সেখান থেকে দুষ্কৃতী রা পুরোনো কিছু মুদ্রা ও নগদ টাকা চুরি করে দুষ্কৃতীরা। পর পর চুরির ঘটনায় আরও সক্রিয় হয় উত্তরপাড়া থানার পুলিশ।আজ ভোরে সন্দেহজনক এক ব্যক্তি কে ব্যাগ প্যাক সাইকেলে করে বহন করে চলাচল করতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহ হয় উত্তরপাড়া থানার পুলিশের। নাকা চেকিং চলা কালীন ওই সন্দেহজনক ব্যক্তি কে ধরে চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া থানার পুলিশ। পুলিশের তল্লাশিতে সৌমেন চৌধুরী নামক ২৮ বছর বয়সী ওই ব্যক্তির ব্যাগের মধ্যে তালা ভাঙার সরঞ্জাম পাওয়া যায়। এর পরেই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল সত্য। অভিযুক্ত সৌমেন চৌধুরী স্বীকার করে নেয় যে সেই দুটি মন্দির থেকে চুরি করেছে। অভিযুক্ত সৌমেন চৌধুরীর ব্যাগ থেকেই পুলিশ উদ্ধার করে কিছু নগদ টাকা সহ মুদ্রা এবং একটি প্রতিমার চেন।অনেক দিন পর দুষ্কৃতী দমনে উত্তরপাড়া থানার এই সক্রিয় ভূমিকা সাধারণ জনমানসে সদর্থক সারা ফেলেছে।যদিও অপরাধ দমনে চন্দননগর পুলিশ কমিশনারের বরং বার নিজেদের দক্ষতা প্রমান করে চলেছে।