বিশ্বসেরা অলরাউন্ডার আউট আউট মাত্র ৩২ রানে তার সামনে সেঞ্চুরি হাকালেন ভারতের টেলেন্ডার
1 min readভারত বনাম বাংলাদেশ ম্যাচ কে এক অন্য পর্যায়ে রূপ দিয়েছে বাংলাদেশি কিছু ক্রীড়া প্রেমী । যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের কখনো দেখানো হয় বাঘ রূপে আবার পারফরম্যান্স না করতে পারলে তাদের বাড়িতে আক্রমণ করেন সেই দেশের কিছু ক্রিকেট ভক্ত। আবার কখনো সোশ্যাল মিডিয়ায় নিজেদের দেশে ক্রিকেটারদেরই তুলোধোনা করতে ছাড়েন না কিছু বাংলাদেশী কিছু ক্রিকেট ভক্ত ক্রিকেট ভক্ত। এরই মধ্যে ভারত বনাম বাংলাদেশ টেস্ট ক্রিকেট ম্যাচ। যেখানে টসে হেরে ভারত প্রথম ব্যাট করতে নামে। বাংলাদেশী তরুন যুবক বোলার হাসান মামুদের বলের সামনে রোহিত কহেলি রা কার্যত মুখ থুবড়ে পড়লেও ওপেনার জসস্বী যশোয়ালের ১১৮ বলে ৫৬ রানের ইনিংস এর ফলে কার্যত কিছুটা ঘুরে দাড়ায় ভারত। পরপর উইকেট পড়তে থাকায় হাল ধরেন ভারতীয় ক্রিকেটের দুইটেলএন্ডার অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র অশ্বিনের ব্যাটে ভর করে ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রান সংগ্রহ করে। যেখানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিরের সামনে সেঞ্চুরি করেন ভারতীয় দলের অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন।রবিচন্দ্র অশ্বিনের ১৩৩ বলে ১১৩ রানের ইনিংসে আছে ১১ টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি। অলরাউন্ডার রবীন্দ্র যাদেজা ও ১২৪ বলে ৮৬ রান করেন।