October 11, 2024

Digital Indian Golden India

New Entertainment of India

১১ জনের বিরুদ্ধে ১ জন ই সুপার হিট

1 min read
Spread the love

বাংলাদেশ বনাম ভারত টেস্ট সিরিজে ভারতের জয় নিয়ে লিখতে গেলে প্রথমেই উল্লেখ করতে হবে ১১ জন বাংলাদেশীর বিরুদ্ধে ১ জন ভারতীয়ই কাফি এক কথায় বলাহেতে পারে ১১ জনের বিরুদ্ধে ১ জন ই ভারী , যদিও বাকিদের ভূমিকাও আলোচনার বাইরে নয় ।বাংলাদেশ বনাম ভারত টেস্টে টসে জিতে ভারত কে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ।বাংলাদেশি তরুণ বোলার হাসান মামুদের বলের সামনে প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয় দেখতে পাওয়া যায়।রোহিত শর্মা,কহেলি, গিল,পন্থ দের একে একে শিকার করেন এই তরুণ বাংলাদেশি বোলার।কিন্তু রাভিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স ১৩৩ বলে ১১৩ রানের ইনিংস ও রাভিন্দ্র জাদেজার ১২৪ বলে ৮৬ রানের ইনিংস ভারত কে ৩৭৬ রানের সমাপ্তি দেয়।জবাবে ব্যাট করতে নেমে যাস্প্রিত বুমরাহর ধারালো সুইং এর সামনে বাংলাদেশী ব্যাটসম্যানরা কার্যত আত্মসমর্পন করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ২৮৭ রানে ডিক্লেয়ার দেয়।যার মধ্যে শুভমান গিল ১৭৬ বলে তার জীবনের পঞ্চম টেস্ট সেঞ্চুরি হাকান।১২৮ বলে ৪ টি ছক্কা ও ১৩টি বাউন্ডারি মেরে সেঞ্চুরি হাকান ঋষভ পন্ত।ভারত বাংলাদেশ কে ৫১৪ রানের লক্ষ মাত্রা দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমে নাজমুল হোসাইন শান্ত ১২৭ বলে ৮২ রানের একটি ইনিংস খেলে।রাভিচন্দ্রন অশ্বিন একা ২১ ওভারে ৮৮ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন। কার্যতো অশ্বিনের বোলিং ও ব্যাটিংয়ে আত্ম সমর্পন করে বাংলাদেশি ক্রিকেটারেরা।রাভিন্দ্র জাদেজা ১৫ ওভার বল করে ৫৮ রান দিয়ে ৩ উইকেট পান।বাংলাদেশের দ্বিতীয় ইনিংস মাত্র ২৩৪ রানে গুটিয়ে যায়।ফলত ২৮০ রানে জয় লাভ করে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *