February 8, 2025

Digital Indian Golden India

New Entertainment of India

এবার থেকে রেজিস্ট্রেশন ছাড়া থাকা যাবে না লিভ-ইন রিলেশনশিপে। রাজ্যে নতুন নিয়ম।

1 min read
Spread the love
created by photogrid

লিভ-ইন রিলেশনশিপ জাতে এখানকার প্রজন্মের অনেকেই ইনভল্ভ। আগে এই লিভ-ইন এ থাকতে গেলে লাগত না কোনো আইনি পদক্ষেপ, শুধু লাগত একে অপরের প্রতিশ্রুতি আর বিশ্বাস, আর কাউকে কারুর দায়িত্ব নেবার বাধ্য-বাদকতা ছিল না। কিন্তু, এখন লিভ-ইন এ থাকা রইল না অটো সহজ। নতুন কি নিয়ম চালু করল রাজ্য?

উত্তরাখণ্ডের পর আরও এক রাজ্যে বাধ্যতামূলক করা হল লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন। রাজস্থান। রাজস্থান হাইকোর্টের বিচারপতি নির্দেশে উল্লেখ করেছেন, এখনও সমাজ লিভ ইন সম্পর্ককে অনুমোদন দেয় না। হিন্দু বিবাহ আইনে লিভ ইন সম্পর্কের কোনও উল্লেখ নেই। মুসলিম আইনেও এই সম্পর্ক স্বীকৃতি পায় না। কিন্তু এর আগে একাধিক মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে লিভ ইন সম্পর্ক অবৈধ নয়। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।

রাজ্য সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে সরকারি একটি পোর্টাল তৈরি করতে, যেখানে এই রেজিস্ট্রেশন করবেন লিভ ইন সম্পর্কে থাকা যুগলরা।

রাজস্থান হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল লিভ ইন সম্পর্কে থাকা যুগলদের। পরিবারের সম্মতি না থাকায় তারা আদালতের কাছ থেকে সুরক্ষার আর্জি জানিয়েছিলেন। বিচারপতি অনুপ কুমার ধান্দের সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়, যতক্ষণ পর্যন্ত কোনও আইন চালু না হচ্ছে, লিভ ইন সম্পর্কে থাকা যুগলদের কর্তৃপক্ষের অধীনে রেজিস্টার হতে হবে।

লিভ-ইন এর শর্ত গুলি কি কী থাকছে? জানিয়েছেন হাই কোর্ট।
বলা হয়েছে, লিভ ইন সম্পর্কে থাকতে চুক্তিপত্র লাগবে। লিভ ইন সম্পর্কে থেকে পরিবার পরিকল্পনা করছেন কি না, সন্তানের জন্ম হলে তার শিক্ষা, স্বাস্থ্যের যাবতীয় পরিকল্পনা উল্লেখ করতে হবে চুক্তিতে। লিভ ইন সম্পর্ক থাকা মহিলা যদি চাকুরিরতা না হন বা নিজের উপার্জন না থাকে, তবে সঙ্গীর কী কী দায়িত্ব থাকবে, তাও উল্লেখ করতে হবে চুক্তিতে। যতক্ষণ পর্যন্ত লিভ ইন সম্পর্ক নিয়ে কোনও আইন তৈরি না হচ্ছে, ততক্ষণ এই বিষয়টি দেখবে কর্তৃপক্ষই। জেলাস্তরে সম্পর্কের রেজিস্ট্রেশন হবে। যুগল যদি পরবর্তীকালে কোনও সমস্যায় পড়েন, তার অভিযোগ শুনবে কর্তৃপক্ষ।

যদিও পশ্চিম বাংলায় এই নিয়ম নিয়ে এখনো কিছু বলা হয়নি। উত্তরাখণ্ডের পর এখন রাজস্থান। এই নিয়ম কি তাহলে এর পর আসতে চলেছে পশ্চিম বাংলায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *