May 17, 2024

Digital Indian Golden India

New Entertainment of India


Warning: sprintf(): Too few arguments in /home/digitalindian/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 253

মৃত্যুর মিছিল করমন্ডলে

1 min read
Spread the love

শতাব্দীর ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সরকারি হিসাবে মৃত্যু ২৬১ জনের আহত ৬৫০ ছাড়িয়েছে। থরে থরে মৃতদেহের ছবি যা দেখে শিহরিত বিশ্ব।বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা।ধীরে ধীরে বাঙালী একদিকে যখন দক্ষিণ (চেন্নাই )ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে অন্যাদিকে চিকিৎসা হোক অথবা চাকরি বাংলাকে দিক দেখিয়েছে দক্ষিণ। করমন্ডল এক্সপ্রেসের মাধ্যমে যুক্ত হয়েছে হাওড়া শালিমার থেকে তামিলনাড়ুর চেন্নাই রেলপথ।১৯৭৭সালে জন্ম হওয়া ৪৬বছরের এই ট্রেন টির এই করমন্ডল এক্সপ্রেসের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে একাধিক দুর্ঘটনা ঘটেছে একাধিক ছোটো বড়ো দুর্ঘটনা ।কিন্ত শুক্রবার সন্ধ্যায় ঘটা রেল দুর্ঘটনা যা এই যাবৎ কালের সমস্ত রেল দুর্ঘটনার ভয়াবহাকে হারিয়ে মৃত্যু মিছিলে শতাব্দীর উল্লেখযোগ্য শিরোনামে পরিণত হয়েছে। **প্রথম দুর্ঘটনা-২০০২ সালে ১৫ ই মার্চ সেইবার লাইনচ্যুত হয়েছিল সাতটি কামরা প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৫ জন আহত একাধিক

*** দ্বিতীয় ঘটনাটি হয়েছিল ২০০৯ সালের ১৩ ই ফেব্রুয়ারি প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৫ জন আহত বেশ কয়েকজন।

**তৃতীয় ঘটনাটি ছিল ২০১২সালে সেইবার করমন্ডল এক্সপ্রেস এ আগুন লেগে যায়। ** চতুর্থত আগুন লেগেছিল ২০১৫ সালের ১৮ই এপ্রিলও।

কিন্তু বালেশ্বরের ঘটনাকে ঘিরে প্রশ্ন আর ধোঁয়াশার কালো মেঘ যেন ঘিরেই আছে। কিভাবে দুর্ঘটনার কবলে পড়লো এই ট্রেনটি তা নিয়ে এখনো নিকষ কালো অন্ধকারে মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *