ক্ষমা চাইলেন রোহিত, ব্যাকফুটে বাংলাদেশ
1 min read
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মোহাম্মদ শামী ও হার্ষিত রানার পেস অ্যাটাক একের পর এক উইকেট পড়তে থাকে বাংলাদেশের। ৬.২ ওভারেই মাত্র ২৬ রানেই তিনটি উইকেট হারিয়ে কিছুটা হলেও মুখ থুবড়ে পরে বাংলাদেশ। ৮ ওভার শেষে বল করতে আসেন ভারতীয় তরুণ অলরাউন্ড স্পিনার অক্ষর পেটেল। পর পর দুই বলে তানজিদ হাসান ও মুশফিকুর রহমানের উইকেট নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করার সুযোগ আসে অক্ষর প্যাটেলের। অক্ষর প্যাটেলের পরবর্তী বল জাকির আলির ব্যাট ছুঁয়ে যায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার হাতে। কিন্তু সহজ ক্যাচ মিস করে মাটি থাবড়িয়ে আক্ষেপ করে ভারত অধিনায়ক। শুধু তাই নয় ভারতীয় তরুণ অলরাউন্ড অক্ষর প্যাটেলের কাছে ক্ষমা ও চেয়ে নেন ভারত অধিনায়ক।তবে ভারতের বোলিং অ্যাটাকের সামনে বেশ কিছুটা সংকুচিত হয়ে যায় বাংলাদেশী ব্যাটিং অর্ডার।শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশ ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫০ রান করছে। এর আগে ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ভারতের মুখোমুখি হয়েছিল ৪১ বার তার মধ্যে মাত্র ৮ টি ম্যাচে বাংলাদেশ জয় লাভ করেছে একটি বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছে বাকি সবকটি ম্যাচেই ভারতের জয় হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি তে ভারতের প্রথম ম্যাচ এর আগের দিন ভারতীয় অধিনায়কের সাংবাদিক সম্মেলনে তার মুখ দিয়ে একবারও শোনা যায়নি বাংলাদেশের কথা। কার্যত রোহিত বুঝিয়ে দিয়েছেন গুরুত্ব দিচ্ছেন না বাংলাদেশকে।এখন দেখার সাকিব হীন বাংলাদেশ কি আদেও ঘুরে দাঁড়াতে পারবে ভারতের সামনে, নাকি আবারো খালি হাতেই দেশে ফিরতে হবে বাংলাদেশ কে।