নাবালিকাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে কি খাইয়ে দিলো তিন আততায়ী
1 min read
আবারো এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ। প্রতিদিনের মতো সাইকেলে করে টিউশনি পড়তে গিয়েছিলো ছাত্রী টি। এমন সময় দুষ্কৃতীরা তার সাইকেল থামিয়ে তাকে টেকে হাঁচরিয়ে নিয়ে যায়। এর পর ওই তিন দুষ্কৃতী জোর করে ওই ছাত্রী কে তরল জাতীয় কিছু খায়িয়ে দেয়।সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের ডোঙ্গলের বামনডাঙ্গা এলাকায়। এর পরে ছাত্রী টি রক্ত বমি করতে শুরু করে, পেটে জ্বালা শুরু হয় ছাত্রীটির।এর পরে ছাত্রীটিকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় এখনো আতঙ্কে ছাত্রী ও তার পরিবারের লোকজনেরা।পরিবারের দাবী বেশ কয়েক মাস প্রায় মাস তিন ধরে ওই দুষ্কৃতীদের দল বেশ কয়েকবার ওই কিশোরী ছাত্রীর ওপরে আক্রমণ চালায়। এমন কি পরিবারের লোকজন এই বিষয়ে পুলিশ কে অভিযোগ জানাবেন বলেও ঠিক করেছিলেন। তার আগেই ঘটে গেলো দুর্ঘটনা। এইবার প্রকাশ্য দিবালোকে ছাত্রীকে টেনে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে জোর করে তরল কিছু খাইয়ে দেয় তার পরেই পেটে জ্বালা এমন কি রক্ত বমি হয় ওই ছাত্রীর। ছাত্রী টি এখন আরামবাগ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । যদিও এই ঘটনা ঘটানোর পরে পলাতক দুষ্কৃতীর দল। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ঘটনার তদণ্ডে নেমেছে পুলিশ।