March 28, 2025

শামীর ২০১ উইকেট, বাংলাদেশী জুটির রেকর্ড

1 min read
Spread the love

** চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে।বাংলাদেশ প্রথম দিকে পর পর ৫ উইকেট হারায় ৩৫ রানের মাথায়। এর পরে রোহিত, কে.এল, হার্দিকদের ভুলে আউট হওয়া থেকে বাঁচে বাংলাদেশী ষষ্ঠ উইকেটের পার্টনারশীপ। এর পরে ভারতীয় বলারদের কার্যত দুরমুশ করে জাকের আলি ও তহীদ হৃদয়। জাকের আলীর ১১৪ বলে ৬৮ রান ও তৌহিদ হৃদয়ের ১০১ বলে ৮৫ রানের পার্টনারশিপে বাংলাদেশ কে ১৮৯ রানের সুবিধাজনক স্করে পৌঁছাতে সাহায্য করে। বাংলাদেশের ১৫৪ রানের এই পার্টনারশিপে বাংলাদেশ কে শুধু বাড়তি অক্সিজেন ই দিয়েছে তা নয়, তৈরী হয়েছে রেকর্ড।ভারতের বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে প্রথম ১৫৪ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। প্রথম কোনো দেশ ভারতের বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের রেকর্ড করলো। এর পরেই ১৮৯ রানের মাথায় মোহাম্মদ শামীর বলে আউট হয় জাকের আলী। এর সাথেই আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে মোহাম্মদ শামীর ২০০ উইকেট পূর্ন হয়।৪৭ ওভারের মাথায় শামীর ২০১ তম উইকেট তাজিম হাসান সাকিব।এখনো অব্দি বল হাতে ৮.৪ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামী। শেষ পাওয়া খবর অনুযায়ী ৪৬.৪ ওভারে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *