March 28, 2025

১০০ তেই বান্ডিল হতে পারতো বাংলাদেশ

1 min read
Spread the love

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। টসে জিতে ফিল্ডিং করতে নেমে ৬.৩ ওভারে ২৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। শামীর বলে ৫ বলে শুন্য রানে আউট হয় সৌম্য সরকার,,হার্ষিত রানার বলে ২ বলে শুন্য রানে আউট হয় নাজমুল হোসেন শান্ত,, মোহাম্মদ শামীর বলে ১০ বলে ৫ রানে আউট হন মেহিদি হাসান মিরাজ। অষ্টম ওভারে পরে অক্ষর প্যাটেলের পর পর দুই বলে আউট হন তানজিদ হাসান ও মুশফিকুর রহিম। পরের বলটা ছিলো অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক বল।অক্ষর প্যাটেলের পরবর্তী বল জাকির আলির ব্যাট ছুঁয়ে যায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার হাতে। কিন্তু সহজ ক্যাচ মিস করে মাটি থাবড়িয়ে আক্ষেপ করে ভারত অধিনায়ক।এর পরে আবার ক্যাচ মিস করে হার্দিক পান্ডিয়া, সহজ স্ট্যাম্প মিস করে ভারতীয় দলের উইকেট রক্ষক কে.এল.রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের খারাপ ফিল্ডিং এর সুযোগ উপভোগ করে বাংলাদেশ। ৩৫ রানের মাথায় বাংলাদেশের যখন গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট পরে যায় তখন মনে হচ্ছিলো সহজেই ১০০ রানে বান্ডিল হতে চলেছে বাংলাদেশ। কিন্তু ভারতীয় দলের পর পর খারাপ ফিল্ডিংএর সুযোগ নিয়ে ২৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলে বাংলাদেশ।শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশ ৩১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *